• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ঠাকুরগাঁওয়ে সড়ক ও রেলপথ অবরোধ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ মার্চ ২০১৯  

পাওনা টাকা পরিশোধের দাবিতে সড়কপথ ও রেলপথ অবরোধ করেছে ঠাকুরগাঁও চিনিকলের আখচাষিরা। এ সময় তীব্র যানজোট সৃষ্টি হয়। এতে প্রায় ২ ঘণ্টা রেলযোগাযোগ অচল হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ।

আজ বেলা ১১টায় চাষিরা তাদের পাওনা টাকা পরিশোধের দাবিতে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ সড়ক অবরোধ করেন।

জানা যায়, ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ সড়ক এবং পঞ্চগড় রেলরুট অবরোধে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে প্রায় ২ ঘণ্টা বিক্ষুব্ধ চাষিরা অবরোধ কর্মসূচি পালন করেন। পরে তারা চিনিকল চত্বরে এক প্রতিবাদসভা করেন।

এ সময় সেখানে বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন, ইউনুস আলী, মো. বাবু প্রমুখ।

গত ১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও চিনিকল বন্ধ হয়। চিনিকলে সাত হাজার আখচাষির বকেয়া রয়েছে প্রায় ১৩ কোটি টাকা।

চিনিকল সূত্র জানায়, গত মৌসুমে সাড়ে ৮৪ হাজার টন আখ মাড়াই করে উৎপাদিত চিনির মধ্যে মিলে অবিক্রীত পড়ে আছে চার হাজার ৪১৮ টন চিনি। এবার ৬১ হাজার আখ মাড়াই করে তিন হাজার ৬০ টন চিনি উৎপাদন হয়েছে। তবে চিনি বিক্রি হচ্ছে না।

এ বিষয়ে ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুস শাহী বলেন, আখচাষিদের বকেয়া টাকাসহ যাবতীয় সমস্যা সমাধানের জন্য ওপর মহলে জানানো হয়েছে। দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য মিল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা